তুরাগে ভেসে উঠলো ৩ মণ ওজনের মৃত ডলফিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:০২ এএম, ০৩ জানুয়ারি ২০২২
তুরাগ নদে ভেসে ওঠা মৃত ডলফিন

সাভারের তুরাগ নদে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। রোববার (২ জানুয়ারি) বিকেলে স্থানীয় জেলেরা তুরাগের আশুলিয়া বাজার ঘাটে ডলফিনটি ভাসতে দেখে জাল দিয়ে তীরে আনেন।

উদ্ধার ডলফিনটির ওজন প্রায় তিন মণ। এটি লম্বায় প্রায় পাঁচ ফুট। তবে ডলফিনটির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হতে পারেননি মৎস কর্মকর্তারা।

স্থানীয় জেলে পাষাণ জানান, বিকেলে তুরাগ নদের আশুলিয়া বাজার ঘাটে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। হঠাৎ ডলফিনটি মৃত অবস্থায় ভাসতে দেখেন তারা। পরে তা জাল দিয়ে তীরে তুলে আনেন। ওই সময় ডলফিনটির মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।

এদিকে, ডলফিনটি দেখতে ছুটে আসেন অনেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল ইসলাম সরকার।

তিনি জাগো নিউজকে বলেন, ‘এটা গ্যাংগিজ ডলফিন। বাংলায় বলা হয়- গাঙ্গের শুশুক। একসময় পদ্মা ও যমুনা নদীতে এ ধলনের ডলফিনের অভয়াশ্রম ছিল। তবে এই অঞ্চলে গত ১০-১৫ বছরের মধ্যে এমন শুশুক দেখা যায়নি। এটি হয়তো কোনোভাবে বুড়িগঙ্গা থেকে এখানে চলে এসেছিল।

মৃত্যুর কারণ জানতে চাইলে সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, ‘গবেষণা ছাড়া ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে বিষাক্ততা, খাদ্য স্বল্পতা অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।’

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের গবেষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান উপজেলার এই মৎস কর্মকর্তা।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।