নারায়ণগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৪৪ এএম, ১২ জানুয়ারি ২০২২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-লেগুনা সংঘর্ষে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা (২০)। তারা দুইজনই উজান গোপিন্দী স্পিনিং মিলের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিল ছুটি হওয়ার পর কোম্পানির লেগুনাতে করে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বিনাইরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ সবাই আহত হন। আহতদের অধিকাংশের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।