নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৩৭ এএম, ২৪ জানুয়ারি ২০২২
সিলিন্ডার বিস্ফোরণে ভবনটির নিচতলায় আগুন লেগে যায়

নারায়ণগঞ্জের মাসদাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোস্তফা কামাল (৩৫) নামে একজন দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার এ এস টাওয়ার নামে দশতলা একটি ভবনের নিচতলা এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচতলার একটি কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই কক্ষে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের বিকট শব্দ ও অগ্নিকাণ্ডে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘ধারণা করা হচ্ছে, বদ্ধ ঘরে কোনো কারণে গ্যাস সিলিন্ডার লিকেজ ছিল। চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। এ ঘটনায় মোস্তফা কামাল নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।