শীতলক্ষ্যা থেকে দুইজনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পৃথক দুই স্থান থেকে অজ্ঞাত নারী (৩০) ও পুরুষের (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ ঘাট এলাকা থেকে অজ্ঞাত নারীর এবং বন্দর ঘাট এলাকা থেকে পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফোরকান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শীতলক্ষ্যার নবীগঞ্জ ঘাট এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। একই সঙ্গে বন্দর ঘাট এলাকা থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস