সরকারকে ক্ষমতা থেকে হটানো ছাড়া বিকল্প পথ নেই: সাকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি

বর্তমানে সরকার যেভাবে জনগণের মাথার ওপর চেপে বসেছে এতে করে তাদের ক্ষমতা থেকে হটানো ছাড়া জনগণের জন্য বিকল্প কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় দলীয় অফিসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এদিন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংকট ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জোনায়েদ সাকি বলেন, এই সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে নির্বাচনী ব্যবস্থাকে তামাশার বস্তুতে পরিণত করেছে। সারা দেশে হতাশা ও ভয়ের রাজত্ব কায়েম করেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না।

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে কেউ বক্তব্য দিলেই তার ওপর নেমে আসছে রাষ্ট্রীয় খড়গ। কথায় কথায় জনগণের মতামত না নিয়েই গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার মতো ঔদ্ধত্য দেখাচ্ছে। আজকে দেশের ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে নারী-পুরুষ কেউ ভালো নেই।

নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাসের সভাপতিত্ব ও শুভ দেবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নারী সংহতি জেলার সম্পাদক পপি রাণী সরকার, বন্দর থানা গণসংহতি আন্দোলনের সম্পাদক কাউসার হামিদ ও জেলার অর্থ সম্পাদক রাকিবুল হাসান দিপু।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।