পুলিশি বাধায় নারায়ণগঞ্জে যুবদলের সমাবেশ পণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিছিল ও বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধায় পণ্ড হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যুবদলের ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ সদস্যরা।

যুবদলের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি ইউনিয়ন যুবদলের সভাপতি আকবর আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সকালে বিক্ষোভ মিছিলটি শহরের খানপুর এলাকা থেকে শুরু করে আইন কলেজের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু জাগো নিউজকে বলেন, মিছিলটি শহরের খানপুর এলাকা থেকে শুরু করে মিশনপাড়া এলাকার আইন কলেজের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করি। কিন্তু সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ ব্যানার নিয়ে যায়। কোনো রকমের কর্মসূচি পালন করতে পারবো না বলেও জানিয়ে দেয়।

তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জাগো নিউজকে বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার জানামতে শহরে কোনো মিছিল হয়নি।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।