তৈমূরের নির্বাচনী সমন্বয়ক রবির জামিন মঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ২১ দিন পর পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ও অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার।

অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী জাগো নিউজকে বলেন, গত ১০ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে মনিরুল ইসলাম রবিকে আটক করে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। কিন্তু মামলার এজাহারে তার নাম দেখানো হয়েছে মনিরুজ্জামান ওরফে রবি। প্রকৃতপক্ষে জাতীয় পরিচয়পত্রে তার নাম রয়েছে মনিরুল ইসলাম রবি। আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে মনিরুল ইসলাম রবির জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত ৩০ জানুয়ারি অপর এক মামলায় তাকে জামিন দেয়া হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ছয়দিন আগে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে আটক করে পুলিশ।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।