এমন প্রধানমন্ত্রী পেয়ে আমরা সৌভাগ্যবান: সেলিম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আমরা সৌভাগ্যবান আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমরা যখন টিকার কথা চিন্তা করিনি তখন তিনি টিকা কেনার সব ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা প্রথম অবস্থায় ভারত থেকে টিকা নিয়েছিলাম। ভারতে করোনা বেড়ে যাওয়ায় আমাদের দ্বিতীয় দফার টিকাটা আসতে দেরি হয়ে গেছে। যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ওসামন বলেন, নারায়ণগঞ্জ এলাকা এমন এলাকা, দেশের এমন কোন জায়গা নেই যেখান থেকে লোক আসে না এখানে। সুতরাং এই এলাকাটা ঝুঁকিপূর্ণ। আমি ব্যবসায়ীদের বলেছিলাম যে মাস্ক পরবে না তার কাছে সদাই বিক্রি করবেন না। যদি প্রতিটা দোকান যদি এই উদ্যোগ নেন যে আমরা মাস্ক ছাড়া পণ্য বিক্রি করবো না, তাহলে সবাই সুরক্ষিত থাকতে পারবো।

তিনি আরও বলেন, আমার মতো সাবধানতা কেউ অবলম্বন করেনি। আমার বাড়িতে কেউ ঢুকতে পারতো না। আত্মীয়দের ফোন করে মানা করে দিয়েছিলাম আসতে। নিচে থেকে কেউ উপরে উঠতে পারবে না। এরপরও আমার বাসায় পাঁচ বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত ছয়জন করোনা আক্রান্ত। এটা কীভাবে আসে আমরা খুঁজে বের করতে পারছি না। এটা হয় সামনা-সামনি আসে নয়তো কোন প্যাকেটের মাধ্যমে। আমার বাড়িতে আমি শিওর হয়েছি এটা প্যাকেটে এসেছে। এছাড়া বড় কোনো অনিয়ম আমার বাড়িতে হয়নি। সুতরাং শাক সবজি যাই নেন সরাসরি ঘরে নিয়েন না।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।