গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ভোর ৪টার দিকে উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া মডেল হাই স্কুলের পাশে বাবুর মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, দা, চাকু, গিয়ার চাকু, হাতুড়ি, নাইলনের রশি ও একটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আমজাদ শেখের ছেলে রুবেল শেখ (২৬) এবং গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সামসু মাস্টার পাড়া এলাকার নাসির শেখের ছেলে জাকির শেখ (২১)। জাকির শেখ গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আটকের বিষয়ে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। এটা একান্তই জাকির শেখের দায়। বিষয়টি জানার পর জাকির শেখকে কলেজ ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের ধারালো অস্ত্রসহ আটক করা হয়। তাদের নামে মামলার দুপুরের পর কারাগারে পাঠানো হয়েছে।

রুবেলুর রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।