রাজবাড়ীতে ‘সিঙ্গেল অ্যাসোসিয়েশন’র বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিঙ্গেল এসোসিয়েশন নামের একটি সংগঠন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের ভবানীপুরে ‘সিঙ্গেল সুধি সমাজ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবস না পালানের আহ্বান জানিয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

সংগঠনের ব্যানারে দেখা যায়, সভাপতি হিসেবে সাগর ও সাধারণ সম্পাদক হিসাবে নয়ন বণ্ড, হৃদয় ও রাব্বির নাম ।

তারা জানান, পাশ্চাত্য সংস্কৃতির এ ভ্যালেন্টাইন ডে আমাদের সংস্কৃতির ওপর প্রভাব ফেলেছে। এ কারণে পহেলা ফাল্গুনের উৎসবের আমেজ ঢাকা পড়ে যাচ্ছে। এছাড়া ভালবাসা দিবসের নামে বেহায়াপনা করা হয়। উঠতি বয়সী যুবক যুবতীরা এলোমেলোভাবে ঘোরাফেরা করে। এটি আমাদের সমাজ-সংস্কৃতির জন্য হুমকি।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।