ভালোবাসা দিবসে রাজশাহীর পদ্মাপাড়ে হাজারো মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
পদ্মাপাড়ে হাজারো মানুষের ঢল

বসন্তবরণ ও ভালোবাসা দিবসে পদ্মা পাড়ের রাজশাহী অংশে হাজারো মানুষের ভিড় জমেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন এখানে। কেউ লাল-হলুদ কেউ সাদা কিংবা নীল শাড়ি-পাঞ্জাবী পড়ে আনন্দে মিলিত হন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, লালন শাহ মুক্তমঞ্চ, দরগাপাড়া, পাঠানপাড়া, পদ্মা গার্ডেন, আলুপট্টি, ফুদকিপাড়া, তালাইমারি শহীদ মিনার, জাহাজ ঘাটসহ মাইলকে মাইলজুড়ে মানুষ আর মানুষ।

নগরীর লালন শাহ মুক্তমঞ্চে ঘুরতে আসা রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী কৌশিক বলেন, বন্ধুরা মিলে পাঞ্জাবী ও শাড়ি পড়ে ঘুরতে এসেছি। সবকিছু মিলেয়ে মনোমুগ্ধকর পরিবেশ এখানে।

Spring

আব্দুল কাদের নামের একজন বলেন, বসন্ত ও ভ্যালেন্টাইনে বাচ্চারা পদ্মার পাড়ে ঘুরতে চায়। তাদের নিয়ে আসছি। এখানে অনেক মানুষ দেখতে ভালোই লাগছে।

নগরীর হেতেম খান সবজিপাড়া এলাকার গৃহিণী রুনা। প্রায়ই আসেন পদ্মাপাড়ে। আজ পরিবারের সবাইকে নিয়ে হলুদ পোশাক পরে এসেছেন। তিনি বলেন, পরিবারের সবাইকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে আসি। অনেক বেশি ভালো লেগেছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পদ্মা নদীর পাড়ে হাজার হাজার মানুষের ভিড় জমেছে। এমন পরিবেশে ভালো-খারাপ সবধরনের লোক থাকেন। তাই আমাদের সচেতন থাকতে হবে। সকাল থেকে এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ফয়সাল আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।