পদ্মাকন্যা রাজবাড়ীর জন্মদিন আজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০১ মার্চ ২০২২

রেলওয়ে অধ্যুষিত পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর জন্মদিন আজ ১ মার্চ। ১৯৮৪ সালের এই দিনে মহকুমা থেকে জেলা হিসেবে রূপান্তরিত হয় রাজবাড়ী। পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা এ জেলা ‘পদ্মাকন্যা’ হিসেবেও পরিচিত।

এ জেলায় রয়েছে সাহিত্যিক মীর মোশাররফ হোসেনসহ বিভিন্ন গুণিজনের আবাসস্থল ও পদচারণা। এছাড়া রয়েছে বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য।

১০৯২.৩০ বর্গ কিলোমিটার জেলার অংশে রয়েছে দুইটি সংসদীয় আসন। এরমধ্যে রয়েছে পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন। এ জেলার মধ্য দিয়ে পদ্মা, চন্দনা, গড়াই, হড়াই, কুমার ও চিত্রা নদীসহ অসংখ্য খাল বিল প্রবাহিত হয়েছে।

jagonews24

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ী জুট মিল, গোল্ডেশিয়া জুট মিলসহ নতুন নতুন কল কারখানা তৈরি হচ্ছে। বিনোদনের জন্য রয়েছে নানা আকর্ষণীয় ও দর্শনীয় স্থান। দিন দিন যুগের সঙ্গে তাল মিলিয়ে রাস্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগছে।

রাজবাড়ীর মধ্যে রয়েছে সড়কপথ, রেলপথ, নৌপথ এবং দৌলতদিয়াসহ দুইটি নৌরুট। রয়েছে দেশের একমাত্র অ্যাক্রোবেটিক সেন্টার।

জানা যায়, রাজবাড়ী বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮১১ সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে তার অন্তর্ভুক্ত করা হয়। ১৯৮৩ সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মানউন্নীত থানায় রূপান্তরিত করলে রাজবাড়ীকে মানউন্নীত থানা হিসাবে ঘোষণা করা হয়। ১৯৮৩ সালের ১৮ই জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারি করে সকল মানউন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করার। ফলে রাজবাড়ী উপজেলা হয়। গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে ১৯৮৪ সালের ১ মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়।

নাওয়ারা চৌধুরীগণের বাড়ি স্বদেশীদের কাছে রাজবাড়ী নামে অভিহিত ছিল। মতান্তরে রাজা সূর্য কুমারের নামানুসারে রাজবাড়ী জেলার নামকরণ হয়। ভৌগলিক কারণে এ জেলার পূর্বে মানিকগঞ্জ, পশ্চিমে কুষ্টিয়া, উত্তরে পাবনা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা অবস্থিত।

jagonews24

রাজবাড়ীর প্রধান নদ-নদী ৬টি। পদ্মা, গড়াই, চন্দনা, চত্রা, হড়াই ও কুমার নদী। রাজবাড়ী পদ্মা তীরবর্তী অঞ্চল হওয়ায় মৎস্য সম্পদের আধারে রয়েছে। ইলিশ, বাগাইড়, আইড়, বোয়াল, পাঙ্গাস, কাতলসহ স্বাদু পানির বিভিন্ন মাছ পাওয়া যায় এখানে। এ জেলায় প্রায় ১১ লাখ মানুষের বসবাস।

রাজবাড়ীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান জানান, রাজবাড়ী জেলার যে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে তা পরিচর্যা ও উন্নয়নের মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরা সম্ভব। এটাই জেলাবাসীর অঙ্গিকার হওয়া উচিত।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ীবাসীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামীতে এই বিশেষ দিনটি সবাইকে নিয়ে উদযাপনের বিষয়ে আলাপ আলোচনা করা হবে।

রুবেলুর রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।