নারায়ণগঞ্জে ১৩০৩ বোতল ফেনসিডিল জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৭ এপ্রিল ২০২২

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১ হাজার ৩০৩ বোতল ফেনসিডিল এবং সাত কেজি গাঁজাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

এসময় তাদের কাছ থেকে তিনটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি স্কুটি, ১১টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন এবং ১৫ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জে ১৩০৩ বোতল ফেনসিডিল জব্দ

এর আগে বুধবার (৬ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ এবং বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে বন্দর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক ছয়টি অভিযানে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, আটকরা প্রত্যেকেই মাদক পাচারকারি চক্রের সক্রিয় সদস্য। তারা অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও গাঁজা ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।