গৃহবধূকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৩ এপ্রিল ২০২২
ভ্যানে জলি আক্তার অনিতার মরদেহ

নারায়ণগঞ্জের বন্দরে জলি আক্তার অনিতা (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বন্দরের শাহী মসজিদ কোর্টপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার পর থেকেই স্বামী অটোরিকশাচালক আশিক উল্লাহ পলাতক রয়েছেন। তিনি বন্দরের কোটপাড়া এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাইকে আটক করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্দরের কোটপাড়া এলাকার শাহ আলমের ছেলে আশিকউল্লাহ প্রায় সাত বছর আগে অনিতাকে বিয়ে করে বিদেশ চলে যান। দেশে ফিরে বেকার জীবনযাপনের এক পর্যায়ে মাদকে আসক্ত হয়ে পড়েন আশিক। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো।

মঙ্গলবার দিনগত রাতে ঝগড়ার এক পর্যায়ে অনিতাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আশিক। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশে নির্জন জায়গায় ময়লার ভাগাড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মরদেহটির কিছু অংশ পুড়ে যায়। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেন।

অনিতার মা রুমি বেগম অভিযোগ করে বলেন, ‘প্রায় সময়ই জামাই আশিক আমার মেয়েকে টাকার জন্য চাপ দিতো। মেয়ের সুখের কথা চিন্তা করে রিকশা কেনার জন্য দুদফায় ৬৫ হাজার টাকা দেই। কিন্তু আশিক ওই টাকা দিয়ে রিকশা না কিনে নেশায় খরচ করে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মেয়েকে শ্বাসরোধে হত্যা করে আশিক।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক আশিক উল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।