৩ সন্তান নিয়ে বাড়ি ফিরলেন আনসার সদস্য রুজিনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৬ এপ্রিল ২০২২

একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার পর টানা আটদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আনসার সদস্য রুজিনা খাতুন (২৮)। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) হাসপাতালের এনআইসিইউ থেকে ওই তিন নবজাতককে ছাড়পত্র দেওয়া হয়। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন।

এর আগে বুধবার (৬ এপ্রিল) দুপুরে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দেন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের রুজিনা খাতুন।

রুজিনা খাতুন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার স্ত্রী। তিনি নিজেও ভিডিপির সদস্য।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে গোলাম মোস্তফা রাঙ্গা মুঠোফোনে জাগো নিউজকে বলেন, সন্তানদের ওজন কম এবং দেড় মাস আগে সিজার করায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিন সন্তানসহ প্রসূতি এখন সুস্থ আছেন। আটদিন চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ায় বাড়ি ফিরে এসেছি। বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছি। এখানে কিছুদিন থেকে সন্তানসহ তাদের মাকে নিয়ে নিজবাড়িতে ফিরে যাবো।

২০১৩ সালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নাধীন মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ার ইয়াকুব আলী খন্দকারের মেয়ে রুজিনা খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন রাঙ্গা। স্ত্রীর হরমনজনিত সমস্যার কারণে গর্ভধারণ না হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বিয়ের ৫ বছর পর একটি ছেলে সন্তানের জন্ম দেন রুজিনা।

দ্বিতীয় বারের মতো আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সোনালী রানী মুস্তফীর পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করা হয়। নিয়মিত কয়েকবার চেকআপ করে ২টি ছেলে সন্তানের কথা জানা গেলেও অন্যটির কথা সিজারের আগ পর্যন্ত জানা যায়নি। অবশেষে ৬ এপ্রিল দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা।

জিতু কবীর/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।