দৌলতদিয়ায় ২৪ ঘণ্টায় পার হয়েছে ৯ হাজার যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৭ মে ২০২২

দেশের অন্যতম নৌপথ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ঢাকামুখি যানবাহনের দীর্ঘ চাপে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ফলে সড়কে ১০ ঘণ্টা অতিবাহিত হলেও ফেরির দেখা পাননি যাত্রীরা।

এদিকে দৌলতদিয়া ঘাট ব্যবহার করে গত ২৪ ঘণ্টায় পদ্মা পাড়ি দিয়েছে প্রায় ৯ হাজার যানবাহন ও লক্ষাধিক যাত্রী। ফেরির পাশাপাশি লঞ্চেও উল্লেখযোগ্যহারে পার হয়েছে যাত্রীরা।

শনিবার (৭ মে) সকাল ১০টার দিকে বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন যানবাহন পারাপারের এ তথ্য জানান।

তিনি জানান, যানবাহন এসে পার হয়ে যাচ্ছে। কিন্তু অতিরিক্ত যানবাহন এলে করার কী আছে। গত ২৪ ঘণ্টায় ছোট বড় প্রায় ৯ হাজার যানবাহন পার হয়েছে। এরমধ্যে বাস ৭৭৬টি, ট্রাক ৬৪৯টি, ছোট গাড়ি ৫ হাজার ৬৫টি ও মোটরসাইকেল পার হয়েছে ২ হাজার ৫শ টি।

আজও যাত্রীবাহী বাস, ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ আছে। বর্তমানে এরুটে ছোট বড় ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

অপরদিকে শুক্রবার মধ্যরাতে দৌলতদিয়া প্রান্তে এসে এখনও ফেরির নাগাল পাননি অনেক যানবাহন। ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশু, নারী ও বৃদ্ধরা।

রুবেলুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।