দৌলতদিয়ায় যৌনকর্মীদের খাদ্য সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৫ মে ২০২২

দৌলতদিয়া যৌনপল্লীর এক হাজার ১২৭ নারীর মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বুধবার (২৫ মে) বেলা ১১টায় যৌনপল্লীর অদূরে কে কে এস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিজনকে ৬২ কেজির সহায়তা দেওয়া হয়।

খাদ্য সহায়তার মধ্যে ছিল, ৪০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, চার কেজি ডাল, চার কেজি চিনি ও চার কেজি লবণ।

রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) সায়মা ফেরদৌসী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, রেড ক্রিসেন্টের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, জেলা ইউনিট অফিসার কাজী আসাদুজ্জামান প্রমুখ।

রুবেলুর রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।