নারায়ণগঞ্জে এলজি শোরুমের গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৬ মে ২০২২

নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়কের এলজি শোরুমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২৫ মে) রাতে সড়কের হাজী মঞ্জিল নামে চারতলা একটি বিল্ডিংয়ের নিচ তলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোডাউনে থাকা প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এলজি শো রুমের ম্যানেজার বিপ্লব রয় বলেন, গোডাউনটিতে ফ্রিজ, টিভি ও এসিসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ছিল। ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হলেও প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল আগুনে নষ্ট হয়ে গেছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলতে পারবো।

মোবাশ্বির শ্রাবণ/এমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।