গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ৩১ মে ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে চুমকি আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিশু চুমকি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতুব্বরপাড়া গ্রামের খোকন শেখের মেয়ে। সে স্থানীয় নবু ওসিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, মহাসড়ক সম্প্রসারণের জন্য গাছ কেটে সড়কের পাশের স্তূপ করে রাখে কর্তৃপক্ষ। স্তূপের মধ্য থেকে চিকন একটি গাছের ডাল কিছুটা বের হয়েছিল। সেই ডালটি শিশু চুমকি বের করার জন্য টান দিলে স্তূপ করা গাছের বড় বড় গুঁড়ি গড়িয়ে পড়ে। এ সময় চুমকি ওই গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার আবুল হোসেন বলেন, গাছ কাটা ও তা স্তূপ করে রাখার ব্যাপারে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহ মো. শরীফ জানান, শিশুটি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। তাকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কাজ চলছিল। এ অবস্থায় তার মৃত্যু হয়।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।