থমকে আছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট আধুনিকায়নের কাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৪ জুন ২০২২
ভাঙনেরে ফলে ক্ষতিগ্রস্ত হয় ঘাটসহ আশপাশের এলাকা

থমকে আছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট আধুনিকায়ন ও দুই প্রান্তের ৮ কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষার কাজ। ডিজাইন অনুযায়ী বরাদ্দ না হওয়ায় কাজ শুরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে প্রতি বছরই ঘাটসহ আশপাশের এলাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে নৌপথ ব্যবহারকারীদের।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় বর্ষার আগেই দৌলতদিয়া ঘাটের পশ্চিমে ভাঙন দেখা দিয়েছে। ফলে হুমকিতে রয়েছে লঞ্চ-ফেরি ঘাটসহ আশপাশের এলাকা। অথচ বর্ষা মৌসুমের আগেই দৌলতদিয়ার দেবগ্রামে ৬ কিলোমিটার এবং পাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষার কাজ শুরুর কথা ছিল। কিন্তু এখনো হয়নি ডিজাইন বাস্তবায়ন।

jagonews24

জানা যায়, গত বছরের জানুয়ারিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় প্রান্তে ঘাট আধুনিকায়নের জন‌্য ৬৮০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় পানি উন্নয়ন বোর্ড। নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে না পারা এবং নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ব্যয় বাড়িয়ে এক হাজার ৩৫০ কোটি টাকা করা হয়েছে।

দৌলতদিয়ার প্রান্তে ৬ কিলোমিটার এলাকায় ডিজাইন অনুযায়ী প্রয়োজন প্রায় অন্তত সাড়ে ৮০০ কোটি টাকা। সেখানে বরাদ্ধ হয়েছে ৫১০ কোটি। ফলে পানি উন্নয়ন বোর্ড তাদের করা ডিজাইন জমা দিয়েছেন।

jagonews24

দৌলতদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস‌্য আশরাফুল ইসলাম বলেন, প্রতিবছর কয়েকটি করে গ্রাম নদীতে হারিয়ে যাচ্ছে। ভরা মৌসুমে ভাঙন শুরু হলে কাজ ধরে। তখনকার কাজে কোন লাভ হয় না। কয়েক বছর ধরে আধুনিকায়ন প্রকল্পের কথা শুনলেও সেটি আলোর মুখ দেখছে না।

দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম‌্যান হাফিজুল ইসলাম বলেন, দেবগ্রাম ও দৌলতদিয়া নদী ভাঙনকবলিত দুটি ইউনিয়ন। প্রতিবছর শতশত বসতবাড়ি ও হাজার হাজার একর ফসলি জমিসহ বহু স্থাপনা নদীতে বিলীন হয়।

jagonews24

দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার মো. নুরুল আনোয়ার মিলন বলেন, গত বছরের বর্ষায় লঞ্চঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের তদারকিতে কিছু জিও ব‌্যাগ ফেলে রক্ষা হয়। এবার লঞ্চ ঘাট ভাঙন ঝুঁকিতে রয়েছে। বর্ষা শুরুর আগে কোনো পদক্ষেপ না নিলে ঘাট রক্ষা করা মুশকিল হয়ে পড়বে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প পাশ হয়েছে। প্রকল্পের আওতায় পাটুরিয়ায় ২ কিলোমিটার ও দৌলতদিয়া অংশে ৬ কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নে বরাদ্দ হয়। রাজবাড়ীর অংশে ৫১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু ডিজাইন অনুযায়ী প্রয়োজন সাড়ে ৮০০ কোটি টাকা। সব ঠিকঠাক হলে মাঠ পর্যায়ের কাজ শুরু হবে।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।