রংপুরে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৫ জুলাই ২০২২

রংপুরের মাহিগঞ্জে ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর একটার দিকে মাহিগঞ্জ-পীরগাছা সড়কের শরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পীরগাছা থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা রংপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক রাজা মিয়াসহ দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

জিতু কবীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।