মোটরসাইকেল-যাত্রী নিয়ে দৌলতদিয়া ছাড়লো ‘মতিউর’

যাত্রী ও মোটরসাইকেল নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাটুরিয়ার ছেড়ে গেছে রোরো ফেরি ‘মতিউর রহমান’। শুক্রবার (১৫ জুলাই) দুপুর ১টা ১০মিনিটের দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ফেরিটি ছেড়ে যায়।
এ সময় যাত্রী ও মোটরসাইকেলের চাপে কোনো যানবাহন ফেরিতে উঠতে পারেনি। এছাড়া যাত্রীদের চাপে ফেরি থেকে যানবাহন নামতেও বেশ বেগ পেতে হয়েছে। ফলে প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর ফেরিটি ছেড়ে যায়।
ওই ফেরির যাত্রী সোহেল রানা জানান, দীর্ঘ সময় পন্টুনের ওপর দাঁড়িয়ে থেকেও ফেরিতে উঠতে পারিনি। ঢাকামুখি মানুষের চাপ বেশি। তবে সড়কে কোনো ভোগান্তি নাই।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এ রুটে পর্যাপ্ত ফেরি থাকায় অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠছে যানবাহন। ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।
রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস