রাজবাড়ীতে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৩ জুলাই ২০২২

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ফজলুর রহমানকে সভাপতি ও শুকুর মোল্লাকে সাধারণে সম্পাদকসহ ছয়জনের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকালে বানিবহ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক শুকুর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ গোলাম মোস্তফা বাচ্চু, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রাজবাড়ী জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, বিপ্লব মুক্ত বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরজু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলালসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।