রাজবাড়ীতে বসতঘরে মিললো ৭ আগ্নেয়াস্ত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৬ জুলাই ২০২২
জব্দ হওয়া ৭ আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজ

রাজবাড়ীর পাংশা উপজেলার জীবননালা গ্রামে বসতঘর থেকে দেশীয় তৈরি সাতটি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের তিনটি কার্তুজ জব্দ র‌্যাব।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে ফরিদপুর র‌্যাব-৮ ক‌্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এ তথ‌্য জানায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল সোমবার দুপুরে রাজবাড়ী পাংশার জীবননালা গ্রামের রাজ্জাক আলী মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুটি পাইবগান, চারটি ওয়ান শুটারগান ও একটি রিভলবার ও তিনিট শর্টগানের কার্তুজ জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি। আগ্নেয়াস্ত্র রাখার দায়ে রাজ্জাক আলী মিয়া ও তার ছেলে ইমরান মিয়ার বিরুদ্ধে পাংশা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।