সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১০ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফাহিম (১৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে আইয়ুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তারাচু গ্রামের মো. মনিরের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে ফাহিম দশতলা ভবনের সাততলা থেকে লিফটের অংশ দিয়ে সিমেন্টসহ বিভিন্ন রাবিশ ফেলছিল। একসময় পা ফসকে সাততলা থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। এছাড়া ওই শ্রমিকের মৃত্যুর জন্য ভবন মালিকের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রাশেদুল ইসলাম রাজু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।