রাজশাহীতে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ৩১ আগস্ট ২০২২

রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে নগর ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

কোয়ান্টাম ফাউন্ডেশন সূত্র জানায়, হটলাইন (০১৯১৪ ৯৯৯৪৪৬) নম্বরের মাধ্যমে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে। নির্ধারিত ভাড়া দিয়ে যে কেউ এই সেবা নিতে পারবেন। তবে অসচ্ছল পরিবার বিনামূল্যে সেবা পাবে।

রাসিক মেয়র বলেন, ‘করোনার সময় আমরা দেখেছি বাবা-মায়ের মরদেহ ফেলে সন্তানরা পালিয়ে গেছেন। সে সময় মরদেহ সৎকার, দাফন ইত্যাদি যাবতীয় কাজ কোয়ান্টাম ফাউন্ডেশন করেছে, যা অত্যন্ত প্রশংসীয়।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে এতদিন লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের খুবই অভাব ছিল। রাজশাহীতে এই প্রথম একটি লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স হলো। এই রকম একটি গাড়ি সিটি করপোরেশনের প্রকল্পের মধ্যেও আছে। তবে আমাদের আগেই কোয়ান্টাম ফাউন্ডেশন এটি নিয়ে এসেছে। এজন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'

কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহী অঞ্চলের পরিচালক কাইসার পারভেজ মেহেদী জানান, রাজশাহী মহানগরীর মধ্যে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স সেবার জন্য ১৫০০ টাকা ভাড়া দিতে হবে। সঙ্গে ওয়েটিং চার্জ প্রতি ঘণ্টায় ৩০০ টাকা। রাজশাহী মহানগরীর বাইরে গেলে প্রতি কিলোমিটারে ৭০ টাকা চার্জ দিতে হবে। তবে অসচ্ছল পরিবার বিনামূল্যে এই ফ্রিজিং অ্যাম্বুলেন্স সেবা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহী অঞ্চলের নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ডা. মঞ্জুরুল হক, আসফাক আলী পাপ্পু, সাইদুল ইসলাম, মামুনুর রশীদ বাচ্চু, প্রাণবন্ধু সরকার প্রমুখ।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।