শিরোইল থেকে সরছে রাজশাহীর বাস টার্মিনাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

রাজশাহী মহানগরীকে যানজটমুক্ত করতে নগরীর শিরোইল বাস টার্মিনাল নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল করবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুুপুরে নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে জেলা প্রশাসন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান মালিক সমিতি মতবিনিময় করে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক জাগো নিউজকে বলেন, ‘রাজশাহী নগরীকে যানজটমুক্ত করতে বহু দিন থেকেই পরিকল্পনা করা হচ্ছে নগরীর ব্যস্ততম স্থান শিরোইল থেকে দূরপাল্লার বাস টার্মিনালটি সরিয়ে নেওয়া হবে। তবে নওদাপাড়ায় অবস্থিত বাস টার্মিনালটির ভগ্নদশার কারণে সেখানে যাত্রী ও বাসচালক কেউই যেতে চান না। বর্ষার সময় হাঁটুপানি জমে থাকে। নানা ধরনের অব্যবস্থাপনা রয়েছে সেখানে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

তিনি আরও বলেন, ‘নওদাপাড়া টার্মিনালটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। টার্মিনালটির চিত্র রাসিক মেয়রসহ আরডিএ কর্তৃপক্ষ জানে। আজকের সভায় আরডিএ কর্তৃপক্ষ কথা দিয়েছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে টার্মিনালটি তারা সংস্কার করে দেবেন। এর মাঝে আমরাও বাস সেখান থেকে ছাড়ার ব্যবস্থা করবো।’

এ সময় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান, আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ, আরএমপির ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি শাহনেওয়াজ আলী, সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, রাজশাহী জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।