সিলেটে কলেজছাত্রীকে চাপা দেওয়া বাসের চালক-হেলপার গ্রেফতার
সিলেটের জকিগঞ্জে বাসচাপায় কলেজছাত্রী নিহতের ঘটনায় চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার মৃত মকরম আলীর ছেলে বাসচালক দুলাল আহমদ (২৮) ও মানিকপুর ইউপির কলাকুটা এলাকার শাহজালালপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সামছুদ্দিন সাবু মিয়া।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে অনিকা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লুৎফর রহমান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাতেমা বেগমকে চাপাদিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। এ সময় কাজী সাদিকা নামের আরেক কলেজছাত্রী গুরুতর আহত হন।
এ ঘটনায় লুৎফর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছালিক আহমদ বাদী হয়ে বাসচালক দুলাল আহমদ ও হেলপার সাবু মিয়াকে আসামি করে ৩১ আগস্ট জকিগঞ্জ থানায় একটি মামলা করেন।
ছামির মাহমুদ/আরএইচ/এএসএম