রাজশাহী মেডিকেলে করোনায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১১:০৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যান।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কেউ ভর্তি হননি। এ সময়ের মধ্যে কেউ ছাড়পত্রও পাননি। সকাল পর্যন্ত এখানে ১১জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এদিকে রাজশাহীতে ২২ জনের নমুনা পরীক্ষায় সাত জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩১ দশমিক ৮২ শতাংশ।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।