পুলিশকে কামড়িয়ে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫১ এএম, ১৬ অক্টোবর ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকসহ আটকের পর পুলিশকে কামড়িয়ে হাতকড়াসহ পালানো ইসমাইল হোসেন বয়াতিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

ইসমাইল উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে।

ঘটনার ১৭ দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৫ অক্টোবর) রাতে সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

আরও পড়ুন>>পুলিশকে কামড়িয়ে হাতকড়াসহ পালিয়েছে আসামি

তিনি বলেন, মাদকসহ আটকের পর পুলিশকে কামড়িয়ে হাতকড়াসহ পালানোর ঘটনায় তার বিরুদ্ধে মাদক ও পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। সেই মামলায় শনিবার রাতে তাকে সোনাইমুড়ী উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে জামাইরটেক এলাকায় মাদক বেচাকেনার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ ইসমাইলকে আটকের পর তিনি সহকারী উপপদির্শক (এএসআই) রবিউলের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পরে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার এবং আসামির সাত সহযোগিকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ইসমাইল হোসেন বয়াতি ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর আড়ালে মাদকের ব্যবসা করে আসছেন। সে দীর্ঘ তিন বছর ধরে রিকশা চালানো ছেড়ে দিয়ে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মাদকের কারবার চালিয়ে আসছে।

ইকবাল হোসেন মজনু/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।