বগুড়ায় বিদেশি পিস্তলসহ সহোদর দুই সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বগুড়ায় একটি বিদেশি পিস্তল, গুলি ও ধারালো ছোরাসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, শহরের রহমান নগরের বাসিন্দা পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মৃত. আসাদুজ্জামানের ছেলে জাকিউল আলম রুমি (৪২) ও সাইদুল আলম জেমস (৩৩)।

বৃহস্পতিবার ভোররাতে তাদের গ্রেফতার করার পর বিকেলে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, শাজাহানপুর থানার পুলিশ শহরের বনানী মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। ঘটনার সময় দুই ভাই মোটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছিলো। পুলিশি তল্লাসি টিমের সামনে পড়ে গিয়ে তারা থামতে বাধ্য হয়।

শাজাহানপুর থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত দু’জনই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, দুই ভাই রহমান নগর এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এছাড়া তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

লিমন বাসার/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।