বগুড়ায় হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা


প্রকাশিত: ০৯:০৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

বগুড়ায় রাশেদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির দুই হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন রাজিব নামের আরেক ব্যক্তি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে শিক্ষার্থী ছাউনিতে বসেছিলেন রাশেদুল ও রাজিব। এ সময় একদল দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। পরে তারা রাশেদুলকে ধরে দুই হাত-পায়ের রগ কেটে দেয় এবং রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় রাজিব তাকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে রাশেদুলের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জাগো নিউজকে বলেন, আহত রাশেদুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং রাজীব তারই সহকারী। আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা এই ঘটনা ঘটাতে পারে। তবে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লিমন বাসার/এফএ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।