রাজবাড়ীতে আরডিএ ৫ম জাতীয় বিতর্ক উৎসব শুরু


প্রকাশিত: ০৯:১০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

রাজবাড়ীতে ২ দিনব্যাপি ৫ম জাতীয় বিতর্ক উৎসব-২০১৬ শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের আয়োজনে ও ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন শিল্পী মনসুর উল করিম।

দুই দিনব্যাপি বিতর্ক উৎসবে ৩টি গ্রুপে প্রাইমারি স্কুলের ৮টি, হাইস্কুলের ৩২টি ও কলেজের ৫টি দলে প্রায় ২শত  বিতার্কিক অংশগ্রহণ করবে। এতে বিচারকের দায়িত্ব পালান করছেন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, নর্থ সাউথ ইউনির্ভারসিটি ও ঢাকা কলেজের বিতার্কিকগণ।

RAJBARI-RDA-NEWS

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উৎসবের আহ্বায়ক ফারুক উদ্দিন। রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবাহ-উল-করিম রিন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম এ খালেক, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের বিতার্কিক নির্দেশক রুবায়েত রাকিব প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও উৎসবের সদস্য সচিব এজাজ আহম্মেদসহ ঢাকা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজের বিতার্কিকরা।

রুবেলুর রহমান/এফএ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।