হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস আজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস আজ (১৩ জানুয়ারি)। ১৯৯৫ সালের এই দিনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন ২৭জন ট্রেনযাত্রী। পঙ্গুত্ব বরণ করেন শতাধিক মানুষ। ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনসহ তিনটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। দিনটি উপলক্ষে হিলিবাসী তখন থেকেই ট্রেন ট্র্যাজেডি দিবস পালন করে আসছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৩ জানুয়ারি এ দিনে রাত সাড়ে ৯ টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল একটি ট্রেন। একই সময় বিপরীত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংষর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন: বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নারীর

সরকারি হিসেব মতে এসময় ২৭জন ট্রেন যাত্রী প্রাণ হারায় ও শতাধিকযাত্রী আহত হয় এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে। স্থানীয়দের দাবি কর্তব্যরত স্টেশন মাস্টারের দায়িত্ব অবহেলার কারণে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে নিহতদের স্মরণে দিনটিকে প্রতি বছর হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছে।

হিলি রেলওয়ে একতা ক্লাবের সদস্য আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর থেকে নিহতদের স্মরণে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছি। বিকেল ৪টায় স্টেশন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মো. মাহাবুর রহমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।