সিরাজগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের বিএনপি দলীয় প্রার্থী শামিমুল হাসান শামীমের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম।

এ ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জানান, প্রার্থী তার নিজের ভোটার নম্বর ভুল লেখায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করার সুযোগ পাবেন বলে জানান এই কর্মকর্তা।

বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে রায়গঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই পর্ব এবং এটি বিকাল ৫টা পর্যন্ত চলবে। রায়গঞ্জে মোট ৪৮ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী আসনে ১১৯ জন ও সাধারণ সদস্য পদে ৪১২ জনসহ মোট ৫৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।  

উল্লেখ্য, আগামী ২২ মার্চ রায়গঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাদল ভৌমিক/এফএ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।