সাতক্ষীরায় অপহৃত সিএন্ডএফ ব্যবসায়ী শার্শায় উদ্ধার : আটক ৪


প্রকাশিত: ০২:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

সাতক্ষীরায় ভোমরাস্থল বন্দর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুস সেলিমকে (৩৫) উদ্ধার করেছে ডিবি পুলিশ।

যশোরের শার্শা উপজেলার কাজিরবিল থেকে মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে এক পুলিশ সদস্যসহ চার অপহরণকারীকে আটক করে ডিবি পুলিশ।

বুধবার দুপুরে তাদের সাতক্ষীরায় নিয়ে আসা হয়েছে।
 
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জাগো নিউজকে জানান, সোমবার ভোমরা এলাকা থেকে ব্যবসায়ী আব্দুস সেলিমকে ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। ওই ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এএসপি সার্কেল সদর আতিকুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহরণকারীদের আটকসহ অপহৃত ব্যবসায়ী কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সেলিমকে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত অপহরণকারীদের মধ্যে পুলিশ সদস্য পরিচয়দানকারী কালিগঞ্জ উপজেলার আব্দুল কাদের গাজীর ছেলে বেলাল হোসেনের (৪১) পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কর্মস্থল খাগড়াছড়িতে তথ্য চাওয়া হয়েছে।

আটক অন্য তিনজন হলেন, যশোরের শার্শা উপজেলার আকরাম হোসেনের ছেলে রবিউল ইসরাম (২২), যাদবপুর গ্রামের মৃত. আজিমউদ্দিন মাষ্টারের ছেলে হাফিজুর রহমান (৩২) ও সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের মুনসুর আলীর ছেলে তুহিন হোসেন (৩৫)।

আকরামুল ইসলাম/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।