পরিবেশ বিজ্ঞানী কবি মফিজুল ইসলামের জন্মদিন উদযাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

শরীয়তপুরে পরিবেশ বিজ্ঞানী, শিশু সংগঠক, আবৃত্তি শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা কবি মফিজুল ইসলামের (কবিভাই) ৭১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘কবিকুঞ্জে’ তার জন্মদিনে আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর পৌরসভার মেয়র ও কবিভাই কল্যাণ ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট পারভেজ রহমান জনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অতিরিক্ত এটর্নি জেনারেল) অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান মাহমুদ সিমন, গোসাইরহাট থানার যুদ্ধকালীন প্রথম কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলী আজম ফরিদী, নড়িয়া উপজেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল হাছিন খান, ডামুড্যা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসার ব্যাপারী, শরীয়তপুর সদর উপজেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ শিকদার, গোপালগঞ্জ কোটালিপাড়া উপজেলা সহকারী কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতি) বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ (অব:) বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আলী হোসেন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুর জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিকদার ইদ্রিস আহমদ, শরীয়তপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি শাহজালাল মিয়া প্রমুখ।

পরিবেশ বিজ্ঞানী কবি মফিজুল ইসলামের জন্মদিন উদযাপন

এসময় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীসহ কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, শিক্ষকসহ গুণীজনরা উপস্থিত ছিলেন।

১৯৫৩ সালের ১৫ জানুয়ারি শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর সুবেদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন কবি মফিজুল ইসলাম (কবিভাই)। তার বাবা মো. মেঘাই সরদার এবং মা হাফিজা খাতুন ছুটুবিবি। পারিবারিকভাবে কবি মফিজুল ইসলাম সাহিত্য ও সংস্কৃতি আবহে বড় হয়েছেন। বাল্যকাল থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি।

পরিবেশ বিজ্ঞানী কবি মফিজুল ইসলামের জন্মদিন উদযাপন

১৯৭১ সালে তিনি পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজে অধ্যয়ন করেন। এরপর তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা সম্পূর্ণ করেন।

১৯৮২ সালে তিনি ভেদরগঞ্জ থানা পরিষদ থেকে স্বাধীনতা দিবস পুরস্কার, ২০০২ সালে শরীয়তপুর জেলা কৃষি মেলা পুরস্কার, ২০০৫ সালে ফরিদপুর কবি জসিমউদদীন হলে সংবর্ধনা ও নির্ণয় শিল্প গোষ্ঠী পুরষ্কার, ২০০৮ সালে মাদারীপুর এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবর্ধনা ও সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য পুরস্কার, ২০১১ সালে বিজ্ঞান বিষয়ক বই (পরিবেশ ও জীবন) এর জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক (রাষ্ট্রীয় পুরষ্কার), সর্বশেষ ২০১৫ সালে জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা পদক অর্জন করেন।

পরিবেশ বিজ্ঞানী কবি মফিজুল ইসলামের জন্মদিন উদযাপন

কবির ৭১তম জন্মদিন উদযাপন উপলক্ষে শরীয়তপুর সাহিত্য একাডেমি কর্তৃক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কলম সৈনিক আব্দুস সামাদ তালুকদার ও নড়িয়া পৌরসভার মেয়র কবি গেরিলা আজাদকে শরীয়তপুর সাহিত্য একাডেমি পুরষ্কার-২০২২ প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশিত গান কবিতা উপস্থিত সবাইকে অধিকতর উৎসাহিত করে।

মো. ছগির হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।