রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা
ঈশ্বরদী-রাজশাহী রুটে যুক্ত হলো আরও এক বিশেষ ট্রেন
রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার জন্য ঈশ্বরদী-রাজশাহী রুটে আরও একটি বিশেষ ট্রেনের অনুমোদন দেওয়া হয়। ট্রেনটি রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে রাজশাহী অভিমুখে যাত্রা শুরু করে।
ঈশ্বরদী বিশেষ ট্রেনের ভাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, শনিবার রাত ১২টায় এ ট্রেনের ভাড়া নিশ্চিত হয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিটে ট্রেনটি ঈশ্বরদী থেকে রাজশাহী অভিমুুখে যাত্রা শুরু করে।
আরও পড়ুন: মাদরাসা মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা
পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম জাগো নিউজকে বেলন, নাটোর-রাজশাহী, পাঁচবিবি-রাজশাহী, রানীনগর-রাজশাহী, সিরাজগঞ্জ-রাজশাহী, আড়ানী-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, রহনপুর-রাজশাহী রুটে বিশেষ সাতটি ট্রেন আগেই চূড়ান্ত হয়েছিল।
শনিবার রাতে ঈশ্বরদী-রাজশাহী বিশেষ ট্রেন চূড়ান্ত হয়। ঈশ্বরদী স্পেশাল ট্রেনের আটটি বগিতে এক হাজার ৩৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এ ট্রেনে রেলের আয় এক লাখ সাত হাজার ২৬৬ টাকা।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছুটবে ৩ ট্রেন
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ জানান, ঈশ্বরদী-রাজশাহী ট্রেনসহ আটটি বিশেষ ট্রেন ভাড়া দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সাভার থেকে রাজশাহীতে আফরোজা
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা রাজশাহীর জনসভার যোগ দিচ্ছেন। জনসভায় যোগদানের জন্য আওয়ামী লীগের এমপি শেখ হেলাল রেল মন্ত্রণালয়ের কাছে সাতটি বিশেষ ট্রেনের আবেদন করেছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রণালয় সাতটি বিশেষ ট্রেনের সিদ্ধান্ত নেয়। পরে আরও একটি ট্রেন যুক্ত হয়।
শেখ মহসীন/বিএ/এমএস