জামিনে মুক্তি পেলেন মহিলা দল নেত্রী স্মৃতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় চার মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন রাজবাড়ীর মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মৃতি রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা।

মামলার বাদী আরিফিন চৌধুরী রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যসচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ মাসের ৫ অক্টোবর ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে মামলা করেন আরিফিন চৌধুরী। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রাজবাড়ী শিশু পার্কে ফুচকা উৎসবের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করার অভিযোগে করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

সোনিয়া আক্তার স্মৃতির কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বার ও স্মৃতির মনোনীত আইনজীবী নেকবর হোসেন মনি।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।