কানে অনেক আজেবাজে কথা আসে শোনার দরকার নাই: শাহজাহান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

অডিও শুনুন

কানে অনেক আজেবাজে কথা আসে, সেসব কথা না শোনার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির গণসমাবেশে নেতাকর্মীদের তিনি এ পরামর্শ দেন।

শাহজাহান বলেন, আমাদের কানে অনেক কথা আসে। আপনাদের কানেও অনেক আজেবাজে কথা আসে। এসব কথা কানে শুনবেন না। আমি অনুরোধ করবো, এসব আজেবাজে কথা কানে শুনবেন না। তা নাহলে আসল কথা শোনার সময় হয়তো কান প্রস্তুত থাকবে না। কখন সরকার পদত্যাগ করবে এ খবর শোনার অপেক্ষায় থাকবেন।

কানে অনেক আজেবাজে কথা আসে শোনার দরকার নাই: শাহজাহান

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেছি। বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যাবো না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। সামনে আরও একটি দুর্ভিক্ষ আসছে আওয়ামী লীগ সরকারের আমলেই। তাই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষার জন্য আগেই এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।

জিতু কবীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।