মুক্তিযুদ্ধ চলাকালে ধরে নিয়ে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে দণ্ডপ্রাপ্তদের
মুক্তিযুদ্ধ চলাকালে ধরে নিয়ে আমিন উদ্দিনকে হত্যার ঘটনায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল হক।
সাজাপ্রাপ্তরা হলেন রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা আমজাদ মিনা ও সাবাজ হালদার। হত্যা মামলার ৫২ বছর পর এ রায় ঘোষণা করা হলো। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আলমগীর হান্নান/এসজে/এমএস