রাজবাড়ীতে ৪ দিনব্যাপী নাট্যোৎসব শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে জেলায় চার দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজবাড়ী থিয়েটারের আয়োজনে শহরের আজাদী ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়। পরে নাট্যোৎসবের উদ্বোধন করেন নাট্যজন প্রবীর গুহ।

রাজবাড়ীতে ৪ দিনব্যাপী নাট্যোৎসব শুরু

এতে রাজবাড়ী থিয়েটাররের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক ফয়জুল হক কল্লোল, নাট্য ব্যক্তিত্ব সমেন্দ্রনাথ পাল, ওয়ালিউল হাসান মঞ্জু, ফিরোজ মওলা, গোলাম মওলা চৌধুরী সেলিম, নাছিম সফি, নুরুল হক আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক ফয়জুল হক কল্লোল বলেন, চার দিনব্যাপী এ নাট্যোৎসবে রাজবাড়ীর নাটকে অবদান রেখেছেন এমন পাঁচজনকে সংবর্ধনা দেওয়া হবে।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।