রাজশাহীতে পজ মেশিনে রেলের টিকিট ইস্যু শুরু
রাজশাহী রেলওয়ে স্টেশনে পয়েন্ট অব সেল (পজ) মেশিন ব্যবহার কার্যক্রম উদ্বোধন হয়েছে। রোববার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার।
তিনি বলেন, বিনা টিকেটে ট্রেন ভ্রমণ প্রতিরোধ, রাজস্ব আয় বৃদ্ধিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পেমেন্ট ও রিপোর্ট তৈরিসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৪৫টি পয়েন্ট অব সেল (পজ) মেশিন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশের প্রথম কুমিল্লায় পজ মেশিনের কার্যক্রম চালু
অসীম কুমার তালুকদার বলেন, পজ মেশিনের মাধ্যমে একজন যাত্রীকে দ্রুততম সময়ের মধ্যে অনলাইন বা অফলাইনে টিকেট ইস্যু করা সম্ভব। এর মাধ্যমে যাত্রী নগদ অর্থ বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকেটের ভাড়া পরিশোধ করবেন। এ মেশিনে একটি অ্যাপ ইন্সটল করা আছে যা রেলওয়ের টিকেটিং সিস্টেমের প্রধান ডাটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে মেশিনটির মাধ্যমে অনলাইন ও কাউন্টার থেকে প্রদানকৃত টিকেট যাচাইকরণ করা যাবে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম