রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ডেকোরেটর ব্যবসায়ী নিহত
রাজবাড়ীর পাংশায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাজ্জাক মুন্সি (৫০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সোয়া সকাল ৯টার দিকে পাংশার কুড়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ডেকোরেটর ব্যবসায়ী রাজ্জাক মোটরসাইকেল নিয়ে কুড়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। এই রেলক্রসিংটি উন্মুক্ত, কোনো ব্যারিকেড ছিলে না।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছেন।
রুবেলুর রহমান/এমআরআর/এএসএম