রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৩৭ এএম, ২৬ মার্চ ২০২৩
প্রতীকী ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইলে বজ্রপাতে আছমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাওরাইল ইউপির নগর বাতান মাঠের মধ্যে বজ্রপাতে মারা যান তি‌নি।

গৃহবধূ আছমা কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের দক্ষিণ নগর বাতান গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন: বজ্রপাত থেকে রক্ষায় দুই মন্ত্রণালয়ের একই ধরনের প্রকল্প

ইউপি সদস্য রফিকুস সালেহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নজরুল ইসলাম মাঠে কাজ করছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসায় আছমা বেগম সেখানে যান। এসময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আসমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।

রু‌বেলুর রহমান/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।