শরীরে আগুন লেগে বিজ্ঞানীর স্ত্রীর মৃত্যু


প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৪ মার্চ ২০১৬

ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ড. আরিফ-উল আলমের সহধর্মিনী শামিমা ফেরদৌস (৪৮) শহরের উমিরপুরের নিজ বাসভবনে শরীরে আগুন লেগে মৃত্যুবরণ করেছেন। এই দম্পতির দুই সন্তানের জনক-জননী।

শুক্রবার দুপুরে ফাঁকা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এসময় তার স্বামী আরিফ-উল আলম বাজার করতে বাইরে গিয়েছিলেন। প্রতিবেশিরা দমকল বাহিনীকে খবর দিয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে বাঁচানোর চেষ্টা করেন।

ঈশ্বরদী দমকল বাহিনীর সদস্য তোজাম্মেল হোসেন জাগো নিউজকে জানান, শামিমাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, রান্না ঘরে কেরোসিনের জারিকেনের মুখ খোলা ছিল। তাছাড়া গ্যাসের চুলা জ্বালানোর সময়ও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রান্নাঘরের আলামত দেখে বোঝা যায় এসময় রান্নার প্রস্তুতি চলছিল।
 
আলাউদ্দিন আহমেদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।