মসজিদে দুই কাজির হাতাহাতি, বিয়ে পণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

বরিশালের বাকেরগঞ্জে মসজিদে দুই কাজির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে বিয়ে।

সোমবার (২৪ এপ্রিল) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ মেদিগঞ্জ শাহী জামে মসজিদের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ আসর মসজিদে আনুষ্ঠানিকভাবে বর ও কনেপক্ষের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি কাবিনের আয়োজন করা হয়। রঙ্গশ্রী ইউনিয়নের কাজি শফিউল বাশারের এ বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। আকস্মিকভাবে মসজিদে উপস্থিত হন আরেক কাজি আবু হানিফা। এসময় দুই কাজির বৈধতা নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে বিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়।

Kaji-(2).jpg

আবু হানিফা বলেন, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজি। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছেন।

অন্যদিকে শফিউল বাশার নিজেকে রঙ্গশ্রী ইউনিয়নের কাজি পরিচয় দিয়ে বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট কাজি আবু হানিফার রায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।