রাজবাড়ীতে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকসহ চার মামলার আসামি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শাহীনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে দল থেকে বহিষ্কারের জন্য কমিটির প্যাডে জেলা কমিটি বরাবরর সুপারিশ করেছেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার এলাকার ভাড়া বাসা থেকে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালন্দঘাট থানাসহ রাজবাড়ীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। আসামির বিরুদ্ধে একটি অস্ত্র, একটি মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে।
গ্রেফতার শেখ শাহীন উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার মৃত আক্কাস শেখের ছেলে। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
আরও পড়ুন: নার্সকে পিটিয়ে মুচলেকা দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
নাম প্রকাশে অনিচ্ছুক স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতা জানান, শেখ শাহীন চিহ্নিত মাদক ব্যবসায়ী। যার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে মামলা ও নারী কেলেঙ্কারির ঘটনাও রয়েছে। দলে এরকম বেশ কিছু বিতর্কিত নেতা রয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা মাদকসহ শেখ শাহিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে তাকে নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। এবং বহিষ্কার করতে চাইলেও অনেকের সুপারিশে বহিষ্কার সম্ভব হয়নি। কিন্তু আজকের ঘটনায় কারও কথা না শুনে তাকে দল থেকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
রুবেলুর রহমান/আরএইচ/এমএস