সিলেট সিটি নির্বাচন

১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:০২ এএম, ০২ জুন ২০২৩

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে কোনো মেয়র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।

বৃহস্পতিবার (১ জুন) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

তিনি জানান, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ জন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কোনো নারী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় নারী কাউন্সিলর পদে ৮৭ জনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন: সম্পদে এগিয়ে নজরুল, শিক্ষায় আনোয়ারুজ্জামান-মাহমুদুল

মনোনয়ন প্রত্যাহার করা কাউন্সিলর প্রার্থীরা হলেন- ৪১ নম্বর ওয়ার্ডের শাহীন আহমেদ ও আল আমিন, ৩৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সবুর চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডের সুমন আহমদ, ৭ নম্বর ওয়ার্ডের আলম হোসেন আলম, ১৪ নম্বর ওয়ার্ডের তপু গনি, ১৮ নম্বর ওয়ার্ডের মো. সাজুয়ান আহমদ, ২৩ নম্বর ওয়ার্ডের তারেক আহমদ, ২৯ নম্বর ওয়ার্ডের মো. আতাউর রহমান, ৩৪ নম্বর ওয়ার্ডের এনামুল কবির চৌধুরী, ৩৬ নম্বর ওয়ার্ডের এস এম আলী হোসেন ও ৪২ নম্বর ওয়ার্ডের বদরুল ইসলাম।

এদিকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম। এছাড়াও স্বতন্ত্রপ্রার্থীরা হলেন, মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মো. ছালাহ উদ্দিন রিমন ও মো. শাহজাহান মিয়া।

সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এ মহানগরে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন।

ছামির মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।