‘প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেললে দূষণ কমবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৩ জুন ২০২৩

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেলে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের আয়োজনে গঙ্গা ফাউন্ড্রি লিমিটেড কারখানায় কর্মসূচির উদ্বোধন করেন খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালেব।

RANGPUR-(4).jpg

ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে সংশ্লিষ্ট ইউপি সদস্য পরেশ চন্দ্র, গঙ্গা ফাউন্ড্রি লিমিটেডের এজিএম শরীফ উদ্দিন আহমেদ, ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআর) মাহফুজার রহমানসহ বিভিন্ন সেকশন ইনচার্জরা অংশ নেন।

আরও পড়ুন: সড়কের দুই পাশ পরিষ্কার করলেন প্রাণের দুই শতাধিক কর্মী

RANGPUR-(4).jpg

ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক আবহাওয়া উষ্ণ হয়ে উঠছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলে না দিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে কিংবা রিসাইক্লিংয়ের মাধ্যমে ব্যবহার উপযোগী করা গেলে পরিবেশ দূষণ কমবে। এক্ষেত্রে প্রয়োজন কেবল সচেতনতা ও সহযোগিতা।

জিতু কবীর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।